সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্ক স্কুলের নতুন চ্যান্সেলর ডেভিড ব্যাঙ্কস

শুক্রবার, ডিসেম্বর ১০, ২০২১

প্রিন্ট করুন
david banks chancellorbuzzpkg1198424443387 11122021 1

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর হিসেবে ডেভিড ব্যাঙ্কসকে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে ব্যাঙ্কস প্রাথমিক বিদ্যালয় থেকে সিটির নব নির্বাচিত মেয়র এরিক অ্যাডামস তার প্রশাসনে প্রথম কোন নির্বাহী হিসেবে দীর্ঘদিনের উপদেষ্টা ডেভিড ব্যাঙ্কসকে নিয়োগ দেন। 

নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগে চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাওয়া ডেভিড ব্যাঙ্কস একজন পুলিশ অফিসারের ছেলে।  যিনি সাউথইস্ট কুইন্সে বেড়ে উঠেছেন এবং  ক্রাউন হাইটসে শিক্ষকতা করেছেন। এছাড়া শহরের বেশ কয়েকটি স্কুলের সাথে সম্পৃক্ত ছিলেন। 

ব্যাঙ্কস ১৯৯৭ সালে ব্রঙ্কস স্কুল ফর ল, গভর্নমেন্ট অ্যান্ড জাস্টিস প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া ব্রঙ্কসের তরুণদের জন্য প্রথম ঈগল একাডেমি প্রতিষ্ঠা করেছেন।

নতুন চ্যান্সেলর নিয়োগের বিষয়ে নব নির্বাচিত মেয়র এরিক অ্যাডামস বলেছেন, “আট বছর ধরে আমি ব্যাঙ্কসকে দেখছি; সে এর জন্য প্রস্তুত। নতুন চ্যান্সেলর নিয়োগের জন্য আমাদের বাইরে খুঁজতে হয় নি। আমরা এমন একজনকে পেয়েছি যে আমাদের শহরের বিদ্যালয়গুলোর বিষয়ে ভালোভাবে অবগত। আশা করছি তার নিয়ন্ত্রণে আমাদের বিদ্যালয়গুলোর আরো উন্নতি হবে।” 
এইদিকে বর্তমান মেয়র বিল ডি ব্লাসিও টুইট করেছেন, “ডেভিড ব্যাঙ্কস একজন উপযুক্ত শিক্ষাবিদ। আমারা তাকে নেতৃত্বে পেয়ে ভাগ্যবান। মেয়র-নির্বাচিত এরিক অ্যাডামস আমাদের স্কুলগুলোর জন্য একজন গুণী ব্যক্তিকে পছন্দ করেছেন।”

ইউনাইটেড ফেডারেশন অফ টিচার্সের সভাপতি মাইকেল মুলগ্রু বলেছেন, ‘ডেভিড ব্যাঙ্কস একজন শিক্ষাবিদ যিনি শিশুদের সম্পর্কে খুবই যত্নশীল৷ আমরা অতীতে ডেভিডের সাথে ভাল কাজ করেছি, সামনেও সুন্দরভাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা পরিস্থিতিতে সিটির ১৬’শ বিদ্যালয়ের ১.১ বিলিয়ন শিক্ষার্থী পরিচালনা। আমরা আশা করছি তার সাথে এই পরিস্থিতি ভালোভাবে উত্তরোণ করবো।

এইদিকে নিউইয়র্ক সিটির স্কুলগুলোর নতুন চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যাঙ্কস বলেন,

“আমি প্রথমে শিশুরা কিভাবে বিকল্প উপায়ে শিক্ষা পেতে পারে এবং বয়স্করা যাতে ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত শিক্ষা পায় সে দিকে নজর দেবো।”

সাবেক চ্যান্সেলর ব্লুমবার্গ জোয়েল ক্লেইনের ‘অনুপযুক্ত শিক্ষকদের ছাঁটাইয়ের’ প্রশংসা করে ব্যাঙ্কস বলেন,  “আমি চাই করোনার এই পরিস্থিতি সঠিকভাবে সামাল দিয়ে শিক্ষার একটি সুষ্ঠ পরিবেশ তৈরি করতে। তাছাড়া স্কুলগুলোতে যে সমস্যা রয়েছে তা নিরসনেও আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। এ সময় তিনি সংশ্লিষ্ট সকলের সহায়তাও কামনা করেন।”
আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন