নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির নিউ জার্সিতে এবার ওমিক্রনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নর ফিল মারফি এবং নিউ জার্সি ডিপার্টমেন্ট অফ হেলথ কমিশনার জুডি পার্সিচিলি।
নিউ জার্সি ডিপার্টমেন্ট অফ হেলথ সূত্রে জানা যায়, ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ওই ব্যক্তি সাম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন। তিনি একজন প্রাপ্তবয়স্ক মহিলা। তিনি জর্জিয়ায় বসবাস করেন। গত ২৮ নভেম্বর শারীরিক অসুস্থতা অনুভব করলে তার করোনা পরীক্ষা করা হয়। আজ রিপোর্ট আসলে তার ওমিক্রন ধরা পড়ে।
গভর্নর ফিল মারফি বলেন, করোনার নতুন এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে তবে এতে আতঙ্কের কিছু নেই। আমরা জনসাধারণকে বলবো আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। এছাড়া যারা করোনা টিকার উপযুক্ত তারা দ্রুত টিকা নিয়ে নিন।
এর আগে গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ধরা পড়ে। গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের শরীরের করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া যায়। পরে নিউইয়র্ক সিটিসহ দেশটির আরো কয়েক জায়ায় এই ভ্যারিযেন্ট শনাক্ত হয়। এখনো পর্যন্ত বিশ্বের প্রায় ৩৮টি দেশে এ ভ্যারিযেন্ট শনাক্ত হয়েছে।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন