নিজস্ব প্রতিবেদক: সেন্টারেচের লং আইল্যান্ডে নিখোঁজের খবর পাওয়ার আটদিন পর চার শিশুর মায়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নিহত মেলিসা মোলিনারিকে মিডল আইল্যান্ডের কুরানস রোডের রকি পয়েন্ট ব্যারেন্স স্টেট ফরেস্টে তার লাশ খুঁজে পায় পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ সাফোক কাউন্টি মেডিকেল পরীক্ষকের কাছে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, মেলিসা মোলিনারি (৩৮) চার সন্তানের মা। সর্বশেষ গত ২১ নভেম্বর লোলি লেনে তাঁর নিজ বাড়িতে দেখা গিয়েছিল। পরে ২ ডিসেম্বর তাঁর নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের স্বামী মার্সেলো মোলিনারিকে (৪৩) আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ‘সেকেন্ড-ডিগ্রি’ খুনের অভিযোগ আনা হয়েছে।শুক্রবার সেন্ট্রাল ইস্লিপের প্রথম জেলা আদালতে তাকে হাজির করা হবে।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন