সিএন প্রতিবেদন: মার্কিন মুল্লুকের মসনদে বসেই প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাব রাখে, এমন কোন প্রকল্প অনুমোদন করবেন না। পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্য পূরণে কাজ করবেন। তবে কিছুদিন না যেতেই নিজের দেওয়া প্রতিশ্রুতিকে নিজেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বৃহৎ তেল ও গ্যাস খনি খনন প্রকল্পের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিবেশবাদীরা প্রকল্পটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেও বাইডেন প্রশাসন তা আমলেই নিচ্ছে না।
সোমবার (১৩ মার্চ) আলাস্কা অঙ্গরাজ্যে প্রকল্পটি অনুমোদন দেন জো বাইডেন। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ৮০০ কোটি ডলার।
জানা যায়, প্রকল্পটি থেকে ৩০ বছর পর্যন্ত যথেষ্ট তেল উৎপাদন করা যাবে। ফলে এই সময়ের মধ্যে এটি পরিবেশ দূষণে ২৭ কোটি ৮০ লাখ টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণের সমান ভূমিকা রাখবে। এই পরিমাণ প্রতি বছর যুক্তরাষ্ট্রের সড়কে ২০ লাখ নতুন গাড়ি যুক্ত হওয়ার সমতুল্য। তথাকথিত এই ‘উইলো’ প্রকল্পের পেছনে রয়েছে কনোকোফিলিপস। তারা দাবি করছে, এটি সম্পূর্ণ স্থানীয় বিনিয়োগ এবং হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে।
প্রকল্পটি নিয়ে কয়েক সপ্তাহ ধরেই বিশেষ করে টিকটকে তরুণেরা ব্যাপক বিরোধিতা করে আসছেন। তরুণ পরিবেশবাদী কর্মীরা এই প্রকল্পের প্রতিবাদে টিকটকে প্রচুর ভিডিও শেয়ার করেছেন। তাঁরা বলছেন, এই প্রকল্প জলবায়ু এবং বন্যপ্রাণীর জীবনচক্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এটি অবশ্যই বন্ধ করা উচিত।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন