শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

নিত্যপণ্যের বাজারের আগুন, অধিকাংশ সবজির কেজি ১০০ টাকা

শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: কিছুদিন ধরেই নিত্যপণ্যের বাজারে যেন আগুন জ্বলছে। কোনো পণ্যের দামই নিয়ন্ত্রণে নেই। সপ্তাহের ব্যবধানে পেঁপে ও মিষ্টি কুমড়াসহ দুই-একটি পণ্য ছাড়া সব ধরনের সবজির দাম বেড়ে কেজি ৮০ টাকা থেকে শুরু করে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এসব বাজারে মাছ ও মুরগির দামও বেড়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) দেশের বিভিন্ন বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র।

দোকানগুলোতে দেখা যায়, সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজি দাম ২০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। গ্রীষ্মকালীন সবজি কচুরমুখীর কেজি ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ১০০ থেকে ১৪০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, পটল ১০০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, বরবটি ১২০ টাকায়, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দল ১০০ টাকা, চিচিঙ্গা ১০০ টাকা, কচুর লতি ১০০ থেকে ১২০ টাকা, ঝিঙ্গা ১২০ টাকা।
কাঁচামরিচের কেজি ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

সরবরাহ কম থাকায় কাঁচামরিচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। তারা জানান, গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের দাম কেজিতে ৬০ টাকা বেড়েছে।

Views: 3

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন