শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

শিরোনাম

নিবন্ধন না পেয়ে ক্ষোভ এনডিবির: ‘রাকিব-হুদা-আউয়ালের মতোই মেরুদণ্ডহীন নাসির কমিশন’

বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

প্রিন্ট করুন

নিবন্ধন না পাওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের সমালোচনা করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। দলটির নেতারা বলেছেন, রাকিব, হুদা ও আউয়ালের মতোই বর্তমান নাসির কমিশনও “মেরুদণ্ডহীন” ভূমিকা পালন করছে।

বুধবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান ও ওয়াজেদ রানা এ মন্তব্য করেন।

বিবৃতিতে মোমিন মেহেদী বলেন, “নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। অতীতে যেমন ছিল, বর্তমান কমিশনও তেমনই বায়াসড আচরণ করছে। আমরা ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেড র‍্যালির মাধ্যমে আত্মপ্রকাশের পর ২০১৭, ২০২২ ও সর্বশেষ ২০২৫ সালে সব শর্ত পূরণ করেও নিবন্ধন পাইনি। তারা মনে করছে, নতুনধারা বাংলাদেশ এনডিবিকে নিবন্ধন না দিলে আমরা চুপ করে থাকব—কিন্তু তা কখনোই সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশি জাতি বারবার প্রতারিত হয়েছে, সর্বশেষ প্রতারিত হয়েছে ছাত্র আন্দোলনের বিশ্বাসে। সেই ধারাবাহিকতায় আমাদের দলকেও নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে।”

দলের মিডিয়া সেলের সদস্য হালিমা খাতুন স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, এনডিবি দীর্ঘ ১৩ বছর ধরে রাজপথে রয়েছে, কিন্তু “খোড়া অজুহাতে” নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন