সিএন প্রতিবেদন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় তারা আশাবাদী। বৃহস্পতিবার বিকেলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা খুশি, উই আর হ্যাপি। বোঝা যাচ্ছে, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই ভোট আয়োজনের প্রস্তুতি নিয়েছে।’
এর আগে দুপুরে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ রোডম্যাপ ঘোষণা করেন। আগের দিন এটি অনুমোদন দেয় কমিশন। দুই ডজন কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ, প্রশিক্ষণ, বাজেট বরাদ্দ ও আন্তঃমন্ত্রণালয় বৈঠক।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও রোডম্যাপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে। একটি নির্বাচিত সরকার ও দায়বদ্ধ সংসদ প্রতিষ্ঠার প্রত্যাশা করছে সবাই।’
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন