বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

শিরোনাম

নির্বাচনে রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে: মির্জা ফখরুল

মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

প্রিন্ট করুন

ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির হলরুমে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ফখরুল ইসলাম আলমগীর। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির হলরুমে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘ঠাকুরগাঁওয়ে মনোনিত হওয়ার পরে কখনো জয়ী হয়েছি, কখনো পরাজিত হয়েছি, কিন্তু কখনো কাউকে ছেড়ে যাইনি।

‘‘নতুন করে গণতন্ত্র ফিরে পাওয়ার যে সুযোগটা পেয়েছি, সেটা যেন ভুলবশত না হারাই। ফ্যাসিস্টদের কবলে যেন আর না পড়ি। ফ্যাসিস্টদের মানুষ আর দেখতে চায় না।’’

বিগত সরকারের শাসন আমলের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘‘বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ৬ বছর বেগম জিয়া কারাভোগ করেছেন। গুম, খুন, নির্যাতন হয়েছে। তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি ফিরতে পারেননি এখনো।’’

মির্জা ফখরুল আরো বলেন, ‘‘দেশের মানুষ নির্বাচন চায়। তাদের প্রতিনিধি নির্বাচিত করে তাদের সরকার প্রতিষ্ঠা করতে চায়। যার মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে। যারা ফ্যাসিস্ট বিরোধী ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে ছিলেন, তাদের কেউ কেউ ভিন্নমত দিচ্ছেন। রাজপথে আন্দোলন করছেন যেসব দাবিতে, সেই দাবি নির্বাচিত পার্লামেন্টে সমাধান করতে হবে।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘গণতন্ত্রের বিকল্প শুধুই গণতন্ত্র। গণভোটের বিষয়ে বিএনপি তাদের মতামত দিয়েছে। বিএনপির মত জাতীয় নির্বাচনের দিন হতে পারে গণভোট।’’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন