চলমান ডেস্ক: দেশের নির্বাচন আইনকে ঢেলে সাজানোর শেষ আবেদন জানানোর জন্য সেনেটের ডেমোক্রেটদের সাথে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তবে একজন ডেমোক্র্যাট খোলাখুলিভাবে বলেছেন যে, জাতীয় ভোটবিধি প্রতিষ্ঠায় রিপাবলিকানদের অভিন্ন বিরোধীতাকে পাশ কাটানোর জন্য তিনি সেনেটের আইনী নিয়ম পরিবর্তন সমর্থন করবেন না।
বাইডেন তার নেয়া দুইটি পদক্ষেপের প্রতি সমর্থন জানানোর জন্য সেনেট ডেমোক্রেটিক ককাসের বেশির ভাগ সদস্যের সাথে মধ্যাহ্নভোজের সময় দেখা করেন। ওই পদক্ষেপ দুইটি কংগ্রেস ও প্রেসিডেন্ট নির্বাচনের উপর আমেরিকার কেন্দ্রীয় তদারকি ব্যাপকভাবে বৃদ্ধি করবে এবং সারা দেশে অভিন্ন ভোটদান নিয়ম প্রতিষ্ঠিত করবে। এসব প্রস্তাব রিপাবলিকান নিয়ন্ত্রিত কমপক্ষে ১৯টি রাজ্যের আইনসভায় নেয়া আরো বিধিনিষেধ বাতিল করবে।
মধ্যাহ্নভোজ বৈঠক থেকে বের হওয়ার সময় আইনটির অনুমোদন পাওয়ার সম্ভাবনা সম্পর্কে বাইডেন তেমন কোন আশাবাদ প্রকাশ করেননি। তিনি সাংবাদিকদের বলেন, ‘আশা করি, হয়ত এটি সম্পন্ন করাতে পারব। তবে ঈশ্বরের প্রতি সৎ থেকে উত্তর হল আমি জানি না যে, আমরা এটা করতে পারব কিনা।’
সেনেটের ১০০ সদস্যের ৫০ জন রিপাবলিকান সদস্যই বাইডেনের সমর্থন করা দুইটি আইনের বিরোধিতা করছে। ডেমক্রেটরা কেবলমাত্র সেনেটের ফিলিবাস্টার নিয়ম পরিবর্তন করতে সমর্থ হলেই এ প্রস্তাবগুলো অনুমোদন করতে পারবেন। ফিলিবাস্টারের নিয়ম অনুযায়ী, যে কোন বিতর্কিত আইনের প্রস্তাবকদের ৬০ ভোটের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা সংগ্রহ করা বাধ্যতামূলক। ডেমোক্র্যাটরা ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে নিয়ে সাধারণ সংখ্যাগরিষ্ঠ ৫১-৫০ ভোটে আইনটি পাস করাতে চান।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন