সিএন প্রতিবেদন: নানা সিদ্ধান্ত ও কার্যক্রমে ক্ষুব্ধ হলেও দেশের স্থিতিশীলতায় অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আপাতত কোনো বিরোধে জড়াবে না তারা। তবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় কালক্ষেপণ কিংবা গড়িমসি করলে রাজনৈতিকভাবে তা মোকাবিলারও প্রস্তুতি রয়েছে দলটির।
নির্বাচন ইস্যুতে দলটি যেভাবে নানা ফোরামে নির্বাচন দাবি করে আসছে, সেই দাবি অব্যাহত রাখবে। তারা কমপক্ষে আরও দুই মাস সরকারের গতিবিধি পর্যবেক্ষণ করবে। এর পরও নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণা করা না হলে কিংবা নির্বাচন প্রলম্বিত করার কোনো লক্ষণ স্পষ্ট হলে, তখন রাজপথের কর্মসূচির কথা ভাববে বিএনপি। সে ক্ষেত্রে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে। গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন