ফিলিস্তিনি সাংবাদিক বিসান ওউদার টিকটক অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। অ্যাকাউন্টটিতে কমপক্ষে ১৪ লাখ অনুসারী ছিল।
বুধবার (২৮ জানুয়ারি) গাজা থেকে ধারণ করা একটি ভিডিও বার্তায় ইনস্টাগ্রাম ও এক্সে বিষয়টি জানান এমি পুরস্কারপ্রাপ্ত এই সাংবাদিক। তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ডিজিটাল প্ল্যাটফর্ম এজে প্লাস–এর নিয়মিত কন্ট্রিবিউটর।
ভিডিওতে বিসান বলেন, ‘টিকটক আমার অ্যাকাউন্ট মুছে দিয়েছে। আমি ভেবেছিলাম আগের মতো কিছু সীমাবদ্ধতা আসবে, কিন্তু চিরতরে নিষিদ্ধ করা হবে-তা আশা করিনি।’
আল জাজিরা এ বিষয়ে টিকটকের কাছে ব্যাখ্যা চেয়ে প্রশ্ন পাঠিয়েছে, তবে এখনো কোনো জবাব পায়নি।
বিসানের ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর টিকটকে একই ব্যবহারকারী নামের একটি অ্যাকাউন্ট দৃশ্যমান ছিল, যেখানে লেখা ছিল-‘কিছু ব্যবহারকারীর কাছে অস্বস্তিকর হতে পারে-এমন পোস্টগুলো অনুপলব্ধ।’ ওই অ্যাকাউন্টে সর্বশেষ পোস্ট দেখা যায় ২০২৫ সালের ২০ সেপ্টেম্বরের, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় তিন সপ্তাহ আগে।
ভিডিও বার্তায় বিসান এই নিষেধাজ্ঞার পেছনে সাম্প্রতিক রাজনৈতিক ও করপোরেট পরিবর্তনের কথা উল্লেখ করেন। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্য এবং টিকটকের যুক্তরাষ্ট্র শাখার নতুন সিইও অ্যাডাম প্রেসারের বক্তব্যের দিকে ইঙ্গিত করেন।
গত বছর নিউইয়র্কে ইসরাইলপন্থি প্রভাবকদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু টিকটককে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিকমাধ্যম’ হিসেবে উল্লেখ করে এর ‘ক্রয় প্রক্রিয়া’ সফল হওয়ার আশা প্রকাশ করেছিলেন।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন