শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

শিরোনাম

নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায় ইরান, আলোচনায় রাজি ট্রাম্প

শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫

প্রিন্ট করুন

ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে—এমন অভিযোগে জাতিসংঘ দেশটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও একই অভিযোগে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। সেটি থেকে মুক্তি পেতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ট্রাম্প বলেছেন, তিনিও চান ইরানকে মুক্তি দিতে। এজন্য আলোচনার পথ খোলা রাখছেন। খবর রয়টার্সের।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সত্যি বলতে, ইরান জিজ্ঞেস করেছে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া সম্ভব কি না। ইরানের ওপর খুবই কঠোর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। যা তাদের জন্য সত্যিই কঠিন করে তুলেছে।

মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে এক নৈশভোজ শেষে ট্রাম্প বলেন, ‘আমি বিষয়টি শোনার জন্য উন্মুক্ত। দেখা যাক কি হয়। তবে আলোচনা করতে রাজি আছি।’

পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায়। যদিও ইরান পাল্টা দাবি করে আসছে। মধ্যপ্রাচের দেশটির দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে সরে আসে। তখন কঠোর নিষেধাজ্ঞা শোনে ইরান। এরমাঝে এ বছরের জুনে ইরানের ওপর নজিরবিহীন বোমা হামলা চালায় ইসরাইল। পরে যা যুদ্ধের রূপ নেয়। এতে যুক্তরাষ্ট্রও সাময়িকভাবে অংশ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

ট্রাম্পের দাবি ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো অজানা।

ট্রাম্প বলেন, একসময় ইরান ‘মধ্যপ্রাচ্যের ত্রাস’ ছিল। কিন্তু এখন তাদের ‘পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা’ আর নেই।

অতীতে যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার একাধিক দফা আয়োজন করেছিল ওমান। উভয় পক্ষকেই পুনরায় আলোচনায় ফেরার আহ্বানও জানিয়েছে। আলোচনার লক্ষ্য এমন একটি চুক্তি করা, যাতে ইরান তার পরমাণু কার্যক্রম সীমিত করবে এবং বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এবার সেই সম্ভাবনাকে আরেকটু বাড়িয়ে দিলেন ট্রাম্প।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন