রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নেতা-কর্মীদের ‘নিপীড়নের’ প্রতিবাদে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

বুধবার, অক্টোবর ৯, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দলীয় নেতা-কর্মীদের ‘দমন-নিপীড়নের’ প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় র‌্যালি শেষে সমাবেশ করেন তারা।

সমাবেশ আয়োজক সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা একটি কমিশন গঠন করে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীসহ জনপ্রতিনিধিদের উৎখাতের জন্য দায়ীদের বিচার চাই। পাশাপাশি, জুলাই-অগাস্ট-সেপ্টেম্বরের সব হত্যাকাণ্ড আর লুটতরাজের বিচার দাবি করছি। পাশাপাশি, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা সব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

সমাবেশ অংশ নেন নিউ ইয়র্ক স্টেট ও মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। স্লোগানে নেতৃত্ব দেন দরুদ মিয়া রনেল, মিসবাহ আহমেদ, আব্দুস সামাদ আজাদ ও ইমদাদ চৌধুরী।

সমাবেশে নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দাল কাদির বাপ্পা, মাসুদুল হাসান, শরাফ সরকার, নুরল আমিন বাবু, নজরুল ইসলাম, সোলায়মান আলী, আব্দুল হামিদ, আশরাফউদ্দিন, নাহিদ রেজা জন সিকদার, মজিবর রহমান, মিসবাহ আহমেদ, সাখাওয়াত হোসেন চঞ্চল, ইকবাল হোসেন, খালেদুজ্জামান প্রদীপ, অজিৎ ভৌমিক, মমতাজ শাহনাজ, শাহানারা রহমান, সেবুল মিয়া ও জাহিদ হাসান।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন