নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি চিড়িয়াখানায় এক পরিচ্ছন্নতা কর্মীকে (২০) আক্রমণ করায় একটি বাঘকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই পরিচ্ছন্নতা কর্মী গুরুতর আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৯ ডিসেম্বর) কোলিয়ার অঙ্গরাজ্যের নেপলস চিড়িয়াখানায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, নেপলস চিড়িয়াখানা কর্তৃপক্ষ পরিচ্ছন্নতার জন্য একটি তৃতীয় পক্ষের সাথে চুক্তি করে। যাদের বিশ্রামাগার এবং উপহারের দোকান পরিষ্কার করার দায়িত্ব দেয়া হয়। তবে আহত ওই ব্যক্তি বাঘের ঘেরের ভেতর প্রবেশ করলে একটি বাঘ তার উপর চড়ে বসে। এসময় বাঘ লোকটির হাত টেনে নেওয়ার চেষ্টা করে। পরে কর্মকর্তারা লোকটিকে বাঁচাতে গুলি চালালে বাঘটি প্রাণ হারায়।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, লোকটি বাঘটিকে আদর করতে চাইছিলো। তার হাতে কিছু খাওয়ার ছিলো যা সে বাঘটিকে খাওয়াতে চেয়েছিলো। তবে বাঘ উল্টো আক্রমণ করে বসে।
কোলিয়ার কাউন্টি শেরিফ অফিসাররা বলেন, লোকটি সংরক্ষিত এলাকায় প্রবেশ করলে বাঘ তাকে আক্রমণ করে। এসময় তাকে বাঁচাতে গুলি চালানো হলে বাঘটি মারা যায়। আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এসময় কর্মকর্তারা চিড়িয়াখানার সংরক্ষিত এলাকায় প্রবেশ ও প্রাণীর বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান।
ইকো নামের ৮ বছর বয়সী মালয়ান বাঘটি ২০১৯ সালের ডিসেম্বরে নেপলস চিড়িয়াখানায় এসেছিল। আবার সেই ডিসেম্বরেই সে জীবনের শেষ সময় অতিবাহিত করলো।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন