শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

নোংরা পরিবেশে মেয়াদবিহীন পণ্যের খাদ্য গ্র্যান্ড সিকদার ও মোগল বিরিয়াণী হাউজে

বুধবার, মার্চ ২, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে বুধবার (২ মার্চ) সিটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মেয়াদ ও লেভেলবিহীন পণ্য ব্যবহার করে খাদ্য প্রস্তুত, পরিবেশন, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় জামালখানের গ্র্যান্ড সিকদার রেষ্টুরেন্টকে ৬০ হাজার টাকা, মোমিন রোডস্থ মোগল বিরিয়াণী হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অভিযানে জামালখান রোডে নির্দেশনা মোতাবেক বাংলা হরফে সাইনবোর্ড না থাকায় র‌্যাংকস ইমার্টকে দুই হাজার, ডিউর অপটিক্যালকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে কদমতলী, আইচ ফ্যাক্টরী রোডে নালা ও ফুটপাত দখল করে ব্যবসায় ও রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দশ ব্যক্তির বিরুদ্ধে মামলা ও সাড়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন