ঢাকা: রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২২’ এর উদ্বোধন হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) বিকালে এর উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত নয় দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।
‘২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২২’ এর প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো শাহরিয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে আয়োজিত এ উৎসবে বাংলাদেশসহ ৭০টি দেশের ২২৫টি চলচ্চিত্র দেখানো হবে; যার মধ্যে পূর্ণদৈর্ঘ্য ১২৯টি এবং স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ৯৬টি। এর মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে ৪০টি; যার মধ্যে ২২টি স্বল্পদৈর্ঘ্য ও ১৮টি পূর্ণদৈর্ঘ্য।
উল্লেখ্য, এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ওয়াইড অ্যাঙ্গেল, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ চলচ্চিত্র, উইমেন্স ফিল্মমেকার, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র এবং আধ্যাত্মিক চলচ্চিত্র- এ দশটি বিভাগের অধীনে চলচ্চিত্রগুলো দেখানো হবে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন