শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

পদ্মা অয়েল কোম্পানি এমপ্লয়ীজ ইউনিয়নের দোয়া মাহফিল

শনিবার, এপ্রিল ২৩, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মামুনুর রশীদ নূরী বলেছেন, ‘রমজান কেবল উপবাস সময় কাটানোর মাস নয়। এটি আল্লাহর সন্তুষ্ঠি অর্জনের জন্য একটি প্রশিক্ষণ গ্রহণের উত্তম মাস। কেননা সিয়াম সাধনা মুমিনদের চিত্তশক্তিকে আত্মশুদ্ধির মাধ্যমে জাগ্রত করে, সাম্য-মৈত্রির পরিবেশ তৈরি করে। কুপ্রবৃত্তি থেকে আত্মাকে শক্তিশালী করে ও দ্বীনি চেতনার বীজ অংকুরিত করে ঈমানী পরিক্ষায় মুমিনদেরকে উত্তীর্ণ করে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের শিক্ষা দেয়।’

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে পতেঙ্গাস্থ পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) সংলগ্ন কেন্টিন হলে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক চুক্তি সম্পাদন হওয়ায় দোয়া মাহফিল ও সদস্যদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মো. আইয়ুবের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পদ্মা অয়েল কোম্পানির মহাব্যবস্থাপক (পরিচালন ও পরিকল্পনা) প্রকৌশলী আবদুস ছোবহান। বিশেষ অতিথি ছিলেন সিবিএর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, শ্রমিক নেতা কমরেড মসিউদ্দৌল্লাহ।

উপস্থিত ছিলেন মো. কামাল উদ্দিন, মো. শাহাদাত হোসেন, মো. ইয়াহিয়া আহাদ, তোফায়েল আহমদ, মো. সেলিম উদ্দিন, মো. হোসেন শফি, কামাল পারভেজ, সৈয়দ মো. কুতুবউদ্দিন, মো. শাহ আজিজ, মো. সেলিম উদ্দিন।

আরো উপস্থিতি ছিলেন পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপক (পরিচালন) প্রকৌশলী মোস্তাক আহমেদ, কর্মচারী সম্পর্ক (ইনচার্জ) মো আমিনুল হক, অফিসার (পরিচালনা) দাউদ হায়দার, অফিসার (শিফিং) মো. ইউসুফ।

আবদুস ছোবহান বলেন, ‘আত্মশুদ্ধি ও আত্মসংযমের এ মাসে আমাদেরকে খোদাভীতি অর্জন করতে হবে।’

তিনি সততা ও চারিত্রিক মাধুর্য্যতার মাধ্যমে কোম্পানির সমৃদ্ধিতে কর্মচারীদের এগিয়ে আসার আহবান জানান।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন