বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

শিরোনাম

পরিকল্পনা ফাঁসকে ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দাগিরির প্রমাণ বলছেন বিশ্লেষকরা

মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

প্রিন্ট করুন

ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা সংক্রান্ত মার্কিন অতি গোপন নথি অনলাইনে ফাঁস হওয়ায় মার্কিন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। গত শুক্রবার টেলিগ্রামে প্রকাশিত নথিতে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন উঠে আসে।

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উদ্বেগ প্রকাশ করেছেন। তবে নথিগুলো হ্যাকের মাধ্যমে ফাঁস হয়েছে নাকি অন্যভাবে, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।

বিশ্লেষকরা বলছেন, নথির ভাষা এবং তথ্যগুলো দেখে এটি আসল বলে মনে হচ্ছে, যা ইসরায়েলের উপর মার্কিন গোয়েন্দাগিরির প্রমাণ। এতে ইরানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার পরিকল্পনার ইঙ্গিত দেওয়া হয়েছে।

এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Views: 3

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন