নিজস্ব প্রতিবেদক >>
পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ও ১২ ধারায় চট্টগ্রামের ১০ প্রতিষ্ঠানকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। তরল বর্জ্য ফেলে পরিবেশ দুষণ ও বায়ু দুষণের কারণে এ জরিমানা করা হয়।
সোমবার (৬ সেপ্টেম্বর) শুনানি শেষে ১০ প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অ লের পরিচালক মুফিদুল আলম।
এদিকে, তরল বর্জ্য ফেলে পরিবেশ দ‚ষণের দায়ে পটিয়ার ওয়েল ফুড এন্ড বেভারেজকে ২০ হাজার টাকা, মোহাম্মদীয়া এগ্রোভেটকে ২০ হাজার টাকা এবং ব্রাহ্মণবাড়িয়া কসবা’র আদর্শ মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
একইভাবে বায়ু দুষণ করে পরিবেশের ক্ষতি করায় সীতাকুন্ডের রয়েল সিমেন্টকে ৩০ হাজার টাকা, কনফিডেন্স সিমেন্টকে ৩০ হাজার টাকা, কর্ণফুলী এলাকার ন্যাশনাল সিমেন্টকে ৩০ হাজার টাকা, এস আলম সিমেন্টকে ২০ হাজার টাকা ও জেটি এলাকার এস আলম সিমেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ ইট ভাটা পরিচালনার কারণে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুফিদুল আলম বলেন, ‘চট্টগ্রামে তরল বর্জ্য ফেলে এবং বায়ু দুষণ করে পরিবেশের ক্ষতি করার দায়ে ১০ প্রতিষ্ঠানকে শুনানিতে হাজির থাকার নোটিশ দেয়া হয়। শুনানি শেষে এ ১০ প্রতিষ্ঠানকে প্রায় তিন লাখ টাকা জরিমানা করা হয়।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন