চট্টগ্রাম: প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাধ্যমে শ্রুতিলেখক নির্বাচন না করিয়ে শিক্ষা বোর্ড কর্তৃক তা নির্ধারণ ও নিয়োগ দেয়ার উপর গুরুত্বারোপ করে সোমবার উৎসের উদ্যোগে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
‘প্রমোটিং এডুকেশনাল রাইটস অব পারসন্স উইথ ডিজএ্যাবিলিটিস’ প্রকল্পের একটি কর্মসূচি হিসাবে চট্টগ্রাম সিটির কোডেক মিলনায়তনে সভায় বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নাগরিকদের গণ্য-মান্য প্রতিনিধি, সরকারী-বেসরকারী সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষকদের সাথে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ফারুক তাহের। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য মো. বরকত উল্লাহ খান, সিডিডির জেলা প্রকল্প কর্মকর্তা নার্গিস চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী বিভাস কুমার। প্রকল্পের প্রকল্প অফিসার সাফিয়া বেগম সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উৎসের নির্বাহি পরিচালক মোস্তফা কামাল যাত্রা। সভায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ‘একীভূত শিক্ষা’ ও ‘প্রবেশগম্য’ শিক্ষাঙ্গণের বিষয়ে আলোচনা করা হয়।
ফারুক তাহের বলেন, ‘যে কোন পাবলিক পরীক্ষার আগেই শিক্ষা বোর্ডকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী কেন্দ্র সচিবের মাধ্যমে পরীক্ষার কেন্দ্র প্রবেশগম্য করতে নীচ তলায় পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে হবে।’
অতিথি ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা মতামত তুলে ধরতে গিয়ে বলেন, ‘সব পরীক্ষা কেন্দ্রে শিক্ষা বোর্ড কর্তৃক অবশ্যই নীচ তলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আলাদা একটি পরীক্ষা কক্ষ নির্ধারণ করতে হবে। যাতে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে গিয়ে ভোগান্তির স্বীকার হতে না হয়। প্রতিটি শিক্ষালয়ের অবকাঠামো প্রতিবন্ধী বান্ধব করে নির্মাণ করা কর্তৃপক্ষের নৈতিক ও মানবিক দায়িত্ব।’
মোস্তফা কামাল যাত্রা বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীদের তাদের উত্তরসূরিদের সামনের দিকে এগিয়ে নিয়ে এক সাথে ও একযোগে কাজ করতে হবে।’
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন