বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ায় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

বৃহস্পতিবার, ডিসেম্বর ৩০, ২০২১

প্রিন্ট করুন
Untitled design 81 1

ইফতেখার ইসলাম:

করোনার কারণে গত বছরের উচ্চমাধ্যমিকের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত না হয়ে অটোপাসের মাধ্যমে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হোন শিক্ষার্থীরা। আর এই বিষয় নিয়ে অতৃপ্তিতে ভুগেন অনেক শিক্ষার্থী। তবে এবার সেই অতৃপ্তি মিটেছে বলে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে ২০২১ সালে এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর এমন বিষয় জানান শিক্ষার্থীরা। তাদের বক্তব্য অটোপাসের চেয়ে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়া তাদের নিজেদের সক্ষমতার জানান দিতে পেরেছেন তারা। 

জান্নাতুল নাঈমা নামে চট্টগ্রামের এক শিক্ষার্থী বলেন, গত বছর অটোপাস দেয়ায় অনেকজন অনেক কথা বলেছেন। অনেকে ট্রল করেছেন। তবে আমরা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছি। এতে অটোপাস বা কোন নেতিবাচক কিছু বলার সুযোগ নেই। 

রায়হান তানভীর নামে ঢাকা বিভাগের এক শিক্ষার্থী বলেন, সত্যি আনন্দ লাগছে। অবশেষে কষ্টের ফল পেয়েছে। আমার রেজাল্ট জিপিএ ৫ এসেছে। করোনার মধ্যে পড়াশুনা করা খুব কষ্টকর হয়ে পড়েছিলো; এর পরেও পরিশ্রম করায় সফলতা এসেছে। 

এইদিকে কুমিল্লা বিভাগের নাজমুন নাহার নামে এক শিক্ষার্থী বলেন, পরীক্ষা না দিলে হয়তো অনেক কিছু অজানা থেকে যেতো। আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি,  এটি সত্যি আনন্দ দেয়। সকলের কাছে দোয়া চাই সামনেও যাতে এভাব সফলতা পেতে পারি। 
প্রসঙ্গত, এবার এসএসসি ও সমমানে মোট  ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে  উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। আগের তুলনায় পাশের হার ১০ দশমিক ৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৫৮ শতাংশে। যা গতবার ছিলো ৮২ দশমিক ৮৭ শতাংশ।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন