শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

পর্দা উঠল বার্লিন চলচ্চিত্র উৎসবের

শনিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৫

প্রিন্ট করুন

পর্দা উঠছে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শুরু হয়েছে এ মর্যাদাপূর্ণ উৎসব। ১৫০টিরও বেশি দেশের অতিথি এই আয়োজনে অংশ নেবেন। এ আসরে ‌‘স্বর্ণভালুক’ পুরস্কারের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৯টি চলচ্চিত্র।

আলোচিত জার্মান নির্মাতা টম টাইকওয়ার পরিচালিত ‘দ্য লাইট’ উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। ‘রান লোলা রান’, ‘হেভেন’, ‘পারফিউম : দ্য স্টোরি অব আ মার্ডারার’ ইত্যাদি আলোচিত সিনেমা বানিয়েছেন টম। ‘ব্যাবিলন বার্লিন’-এর মতো প্রশংসিত সিনেমারও নির্মাতা তিনি। এবার টম বানিয়েছেন ‘দ্য লাইট’।

জার্মানিতে সিরিয়ার এক শরণার্থীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ১৬২ মিনিটের ‘দ্য লাইট’ দিয়েই শুরু হলো ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এবার মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরির দায়িত্ব পালন করবেন মার্কিন নির্মাতা টড হেইঞ্জ। এবারের উৎসবে বাংলাদেশ থেকে জুরি হিসেবে থাকছেন চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। ফিপ্রেসি জুরি হিসেবে উৎসবের প্যানোরমা বিভাগের বিচারক থাকবেন তিনি।

এ ছাড়া উৎসবের বার্লিনাল পারস্পেকটিভ বিভাগে রয়েছে ভারতীয় সিনেমা ‘শ্যাডো বক্স’ (‘বাক্সবন্দী’)। এই চলচ্চিত্রের শিরোনাম সংগীতে কণ্ঠ দিয়েছেন ‘গল্লি বয়’ দিয়ে পরিচিতি পাওয়া বাংলাদেশের তবীব মাহমুদ ও রানা মৃধা। সিনেমাটি বানিয়েছেন পশ্চিমবঙ্গের নির্মাতা তনুশ্রী দাস ও সৌম্যানন্দা সাহী। বার্লিন উৎসবের পর্দা নামবে ২৩ ফেব্রুয়ারি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন