লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য সম্প্রতি পশ্চিমা চাপের সম্মুখীন হয়েছে ইরান। কিন্তু এই চাপের মুখে পশ্চিমা পরিকল্পনার বিরুদ্ধে গিয়ে হিজবুল্লাহকে সমন্থন করেছে দেশটি।
বুধবার (৬ আগস্ট) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হিজবুল্লাহর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা নতুন কিছু নয়। এগুলো সবই তাদের যুদ্ধক্ষেত্রে ক্রমবর্ধমান শক্তির কারণেই হচ্ছে। েএক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো।
আরাগচি বলেন, এটা প্রথমবার নয়, আগেও বহুবার হিজবুল্লাহকে নিরস্ত্র করার চেষ্টা হয়েছে। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। কারণ একটাই, প্রতিরোধ শক্তি যুদ্ধক্ষেত্রে নিজের কার্যকারিতা প্রমাণ করেছে।
তিনি আরও বলেন, কিছু পক্ষ হয়তো মনে করেছিল, যুদ্ধক্ষেত্রে হিজবুল্লাহর সাম্প্রতিক ক্ষতির কারণে এবার নিরস্ত্রীকরণ সহজ হবে। কিন্তু সংগঠনের নেতৃত্ব ও সর্বশেষ বিবৃতিতে যে কঠোর অবস্থান নেওয়া হয়েছে, তা প্রমাণ করে হিজবুল্লাহ এখনও দৃঢ় এবং আপসহীন অবস্থানে আছে।
ইরানের এই শীর্ষ কূটনীতিক বলেন, হিজবুল্লাহ যুদ্ধের ধাক্কা কাটিয়ে পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। তারা প্রয়োজন অনুযায়ী নতুন কমান্ডার নিয়োগ করেছে এবং বাহিনী পুনর্গঠিত করেছে।
আরাগচি দৃঢ়ভাবে বলেন, ‘আমরা হিজবুল্লাহর যেকোনো সিদ্ধান্তকে সমর্থন করি, তবে আমরা কখনোই তাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করি না। হিজবুল্লাহ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়।’
এই বক্তব্যগুলো এসেছে এমন এক সময়, যখন লেবানন সরকার দেশটির সব অস্ত্র নিয়ন্ত্রণ জাতীয় সেনাবাহিনীর হাতে কেন্দ্রীভূত করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। এই প্রস্তাব হিজবুল্লাহ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপের ফল’ হিসেবে প্রত্যাখ্যান করেছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন