জেনিন, ফিলিস্তিনি: পশ্চিম তীরের জেনিনের একটি শরণার্থী শিবিরে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ইসরায়েলের অভিযানে এক বৃদ্ধাসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে একটি হাসপাতালের ভিতরে কাঁদানে গ্যাস নিক্ষেপের অভিযোগও আনা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বয়স্ক এক মহিলাসহ চারজন শহীদ হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
পৃথক বিবৃতিতে মন্ত্রণালয় আরো জানায়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রী মাই আল-কাইলা বলেছেন, ‘দখলদার বাহিনী জেনিনে একটি সরকারি হাসপাতালে হামলা চালায় ও ইচ্ছাকৃতভাবে হাসপাতালের শিশু বিভাগে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।’
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন