ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ক্যালিফোনিয়া রাজ্যের অরেঞ্জ পুলিশ ডিপার্টমেন্ট পাঁচজন মহিলার একটি দলকে খোঁজছে। মহিলাদের ওই চোরের দল গত সপ্তাহে একটি মুদি দোকান থেকে নয় হাজার ডলার চুরি করে নিরাপদে সরে গেছে বলে অভিযোগ।
লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল থেকে ৩০ মাইল দক্ষিণ-পূর্বে একটি শহর অরেঞ্জে একটি পারিবারিক ব্যবসায় ১৭ ডিসেম্বর সকাল এগারোটায় চুরির ওই ঘটনা ঘটে।
পুলিশ বলছেন, ‘কিছু মহিলা দোকানের কর্মচারীদের বিভ্রান্ত করে, তখন অন্যরা পিছনের দিকে ঝাঁপিয়ে পড়ে ও একটি মুদির গাড়িতে সেফটি নিয়ে যায়।’
মহিলারা তখন শান্তভাবে কম্বল বা অন্য কোন কাপড় দিয়ে নিরাপদে ঢেকে দোকান থেকে বেরিয়ে আসতে দেখা যায়।
‘এটি হৃদয়বিদারক। বিশেষ করে এ ছুটির মরসুমে। আমি আশা করি, এ মহিলারা তাদের জঘন্য অপরাধের জন্য ধরা পড়বে, জেলে যাবে ও তাদের জবাবদিহি করতে হবে। অরেঞ্জ পুলিশ প্রধান ড্যান অ্যাডামস বিবৃতিতে বলেছেন।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন