বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

শিরোনাম

পাকিস্তানের অধিনায়ক সালমানের মজার সাক্ষাৎকার

বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫

প্রিন্ট করুন

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার দুইভাগে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে এসেছে। ২০, ২২ ও ২৪ জুলাই ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ঢাকায় আসার আগে পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা পিসিবিকে (পাকিস্তান ক্রিকেট বোর্ড) দেওয়া এক সাক্ষাৎকারে হালকা মেজাজে অক্রিকেটীয় বিষয় নিয়ে কথা বলেছেন। এখানে তার চুম্বক অংশ।

প্রশ্ন: আপনি যদি কখনো সিনেমা বানান, নায়ক কাকে করবেন? ভিলেন ও কৌতুকাভিনেতা হবেন কে?

উত্তর: বাবর আজম হবেন হিরো। হারিস রউফ ভিলেন এবং কমেডিয়ান হাসান আলী। ফখর জামানকে গায়কের ভূমিকায় ভালো মানাবে।

প্রশ্ন: ক্রিকেটার না হলে কী হতেন?

উত্তর: ব্যবসায়ী হতাম।

প্রশ্ন: কোন জিনিসটা অপছন্দ করেন?

উত্তর: সামাজিক যোগাযোগমাধ্যম। আমার যদি ক্ষমতা থাকত, সোশ্যাল মিডিয়া মুছে ফেলতাম।

প্রশ্ন: ক্রিকেট ছাড়া আর কোন বিষয়ে আপনার আগ্রহ আছে?

উত্তর: শের শায়েরি (কবিতা)। আমার কবিতাপ্রেমের কথা সবাই জানেন। এ সময় বিখ্যাত কবি আল্লামা ইকবালের একটি কবিতার পঙ্ক্তি আওড়ান সালমান-মুন্তাজির মেরে জাওয়াল কে হ্যায়, মেরে আপনে ভি কামাল কে হ্যায় (অনেকেই আমার পতন দেখার অপেক্ষায়, এমনকি আমার আপনজনও আমার সাফল্যে বিস্মিত)।

প্রশ্ন: দলে কার ডাকনাম কী?

উত্তর: ফখর জামানকে সবাই ‘ফাউজি’ (সৈনিক) বলে ডাকে। বাবর আজমকে ‘ববি’।

প্রশ্ন: ক্রিকেট নিয়ে একটা প্রশ্ন হোক। ধরুন, শেষ বলে দরকার ছয় রান। কাকে ব্যাট করতে পাঠাবেন?

উত্তর: হাসান নওয়াজ (পিএসএলে তার ব্যাটিং পারফরম্যান্সের জন্য)।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন