রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

শিরোনাম

পাকিস্তানে এবার হোটেলে আগুন, ৩ জনের প্রাণহানি

রবিবার, জানুয়ারী ২৫, ২০২৬

প্রিন্ট করুন

পাকিস্তানের লাহোরের গুলবার্গ এলাকায় একটি বেসরকারি হোটেলের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবারের (২৪ জানুয়ারি) এ ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও সাতজন।

এক প্রতিবেদনে সামা টিভি বলছে ১৯ তলা ভবনটিতে একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন বেজমেন্টে থাকা একটি বয়লার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয় এবং এখনো নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে কর্তৃপক্ষ।

মৃতদের পরিচয় জানা গেছে। তারা হলেন—ইমরান, শেহরিয়ার এবং রিয়াজ।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ জানান, জরুরি কল পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। পরিস্থিতি সামাল দিতে ২০টিরও বেশি যানবহন মোতায়েন করা হয়।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো দুজন নিখোঁজ রয়েছেন। কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে বেজমেন্টে তল্লাশি অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন