বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: সম্প্রতি পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সম্প্রতি পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটির দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ জাহাজটা মিডল ইস্ট থেকে আসছে। সেখান থেকে এসে একটা দেশে গেছে। সেখান থেকে আমাদের দেশে আসছে। আমাদের দেশে কোন দেশের জাহাজ আসা নিষিদ্ধ আছে? আমরা কি কারো কাছে বন্দী যে শুধু তাকেই সেবা করব?’

জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, ‘আমার দেশ সবার উপরে। খেজুর, পেঁয়াজ, আলু- এগুলো সামনের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু।’

উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার কিন্তু কোন সুনাম নাই। তারা মিথ্যাটাই প্রচার করে বেশি। আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা।’

এর পূর্বে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় তিনি বলেন, ‘বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরো উন্নতি করা যায় এ ব্যাপারে আলাপ করা হয়েছে। এ বিষয়ে আপনাদের সাহায্য ও সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। পরিস্থিতির অবশ্যই উন্নতি হবে।’

এ সময় ভুয়া মামলায় কাউকে যাতে হেনস্তার শিকার হতে না হয়, সেদিকে সরকার সজাগ রয়েছে বলেও জানান তিনি।

সিএন/আলী

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন