পারমাণবিক শক্তি চালিত সুপার টর্পেডো ‘পোসেইডন’ এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বুধবার (২৯ অক্টোবর) এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।
পুতিন বলেন, রাশিয়া পারমাণবিক শক্তিসম্পন্ন একটি স্বয়ংক্রিয় ‘পোসেইডন’ সুপার টর্পেডোর পরীক্ষা করেছে এবং এটি আমাদের জন্য দুর্দান্ত এক সাফল্য।
ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় পুতিন বলেন, ‘স্বয়ংক্রিয় পারমাণবিক এই টর্পেডোর পরীক্ষা মঙ্গলবার চালানো হয়েছে। প্রথমবারের মতো আমরা শুধু বাহক সাবমেরিন থেকে এটি উৎক্ষেপণ করতেই সক্ষম হইনি, বরং এর পারমাণবিক শক্তিসম্পন্ন ইউনিটও সক্রিয় করতে পেরেছি; যা নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর ছিল। পৃথিবীতে আমাদের এই অস্ত্রের মতো আর কোনো অস্ত্র নেই।’
পুতিন আরও বলেন, এটি বিশাল এক সাফল্য। পোসেইডনের শক্তি আমাদের সারমাত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি।
সামরিক বিশ্লেষকদের তথ্যমতে, শক্তিশালী টর্পেডোটির আঘাতে সৃষ্টি হতে পারে ব্যাপক তেজস্ক্রিয় সামুদ্রিক জলোচ্ছ্বাস। যার ভয়াবহ আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে উপকূলীয় এলাকাগুলো। রাশিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের জবাব দিতে নিজেদের পারমাণবিক সক্ষমতার এমন প্রদর্শন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
এর আগে, গত ২১ ও ২২ অক্টোবর ক্রুজ মিসাইল ‘বুরেভেস্টনিক’ এর উন্মোচন ও কৌশলগত পারমাণবিক মহড়ার আয়োজন করে মস্কো। বিশ্বের যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। দেশটি এখন এই অস্ত্র মোতায়েনের দিকে অগ্রসর হবে বলে জানান তিনি।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন