রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ‘পরিচালনা বোর্ড’র ২০২০-২০২১ অর্থ বছরের প্রথম সভা রাঙ্গামাটিস্থ প্রধান কার্যালয়ের বুধবার (২৫ আগস্ট) সকালে বোর্ড সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বোর্ডের নিখিল কুমার চাকমা।
বোর্ডের সদস্য (প্রশাসন) মোহাম্মদ হারুন-অর-রশীদ গত বোর্ড সভার কার্য বিবরণী পাঠ করেন।
সভায় রিজার্ভ বাজার হতে জুগুলুক্যা পাহাড় ও পুরানবস্তি এবং আসামবস্তি হতে ব্রাক্ষনটিলা সেতুর নামকরণে প্রশাসনিক অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো, রাঙ্গামাটি শৈল বিপনী বিতানের বিভিন্ন সমস্যা, ভাড়া ও জামানত বৃদ্ধি এবং চুক্তিনামা নবায়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তহবিল আইন, উঁচুভূমি বন্দোবস্তীকরণ প্রকল্প, ভূমি সম্পত্তি রেকর্ড সংরক্ষণ, তিন পার্বত্য জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘরে ঘরে সোলার বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন, পর্যটন শিল্প বিকাশে দৃষ্টি নন্দন গেইট/বিল বোর্ড স্থাপন, বৃষ্টির পানি সংরক্ষণ, শিক্ষা সম্প্রসারণ, কৃষি, পানীয়জল সরবরাহকরণ ও যোগাযোগ সেক্টরকে অগ্রাধিকার প্রদান, তিন পার্বত্য জেলায় হেডম্যান কার্যালয় নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্থানীয় জনমানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে জুম চাষের পাশাপাশি বিকল্প জীবিকায়ন ব্যবস্থাকরণসহ তিন পার্বত্য জেলায় বিভিন্ন উন্নয়নমূলক রাস্তা উন্নয়নের ক্ষেত্রে যতটুকু সম্ভব প্রাকৃতিক পরিবেশ বিরূপ প্রতিক্রিয়া পরিহারের বিয়য়ে বিস্তারিত আলোচনা হয়।
আরো পড়ুনঃ জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সার্ক দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষে
সভায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলার প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বান্দরবান জেলার প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়া, সদস্য (প্রশাসন) মোহাম্মদ হারুন-অর-রশীদ, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলার প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি উদয়ন দেওয়ান উপস্থিত ছিলেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন