শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

পুতিনকে হত্যার উদ্দেশ্যে ড্রোন হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী: রাশিয়া

বৃহস্পতিবার, মে ৪, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে চালানো ড্রোন হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। যদিও রাশিয়া এর জন্য কোনো প্রমাণ দিতে পারে নি।

বৃহস্পতিবার (০৪ মে) সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এমন অভিযোগ করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

দিমিত্রি পেসকভ বলেন, কিয়েভ তাই করে যা তাকে করতে বলা হয়। যদিও পেসকভ এ নিয়ে কোনো প্রমাণ দিতে পারে নি। কিন্তু তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র লক্ষ্যবস্তু ঠিক করছে, আর তার পরিকল্পনা ইউক্রেন বাস্তবায়ন করছে—এই বিষয়টি যে রাশিয়ার জানা, সে সম্পর্কে ওয়াশিংটনের অবগত থাকা উচিত।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন