চলমান ডেস্ক: ইউক্রেনে হামলা চালালে কেবল রাশিয়ার ওপরই নয়, পুতিনকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেন, ‘হামলার পরিণাম হবে ভয়াবহ। এমনকি এটি বিশ্বকেও বদলে দেবে।’
বাইডেন আরে বলেন, তিনি পুতিনের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করবেন।
পুতিনকে টার্গেট করা হবে কিনা ওয়াশিংটনে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘হ্যাঁ! আমি সেটা দেখব।’
তিনি বলেন, ‘বেলারুশ সীমান্তে এখনো কঠোর অবস্থানে রয়েছে রুশ সেনারা। তারা আগেও ছিল, এখন সক্ষমতা বাড়াচ্ছে। প্রেসিডেন্ট পুতিনকে আগেও স্পষ্ট করেছি, ইউক্রেনের ওপর আঘাত এলে চরম মূল্য গুণতে হবে। কঠোর অর্থনৈতিক অবরোধের শাস্তি পাবে রাশিয়া। আর ব্যক্তিগত নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।’
রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়ায় হামলা চালালে যে নিষেধাজ্ঞা জারি করা হয়, বর্তমানে তার চেয়েও কঠোর অবস্থানে রয়েছে আমেরিকা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও বলেছেন, ‘অবরোধ আগের চেয়েও কঠোর হবে।’
এ দিকে বাইডেন সাড়ে আট হাজার সেনাকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।
পেন্টাগন জানায়, এ মুহূর্তে ইউক্রেনে সেনা মোতায়েনের কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে ইউরোপের পূর্বাঞ্চলে ন্যাটোর নিয়মিত বাহিনীর সংখ্যা ও শক্তি বাড়ানোর প্রচেষ্টাও নেয়া হয়েছে।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন