বৃহস্পতিবার, ০৭ আগষ্ট ২০২৫

শিরোনাম

পুতিন ও উইটকফের বৈঠক ‘উপযোগী এবং গঠনমূলক’ : ক্রেমলিন

বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

প্রিন্ট করুন

মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠকটি ‘উপযোগী এবং গঠনমূলক’ ছিল। বুধবার (৬ আগস্ট) ক্রেমলিনের সহযোগী উইরি উশাকভ এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা আনাদোলু’র।

বৈঠকের পর মস্কোতে সংবাদিকদের উশাকভ বলেন, ‘আজ সকালে আমাদের প্রেসিডেন্ট উইটকফকে স্বাগত জানিয়েছেন। একটি অত্যন্ত কার্যকর এবং গঠনমূলক আলোচনা হয়েছে। ‘

রুশ প্রেসিডেন্টের প্রেস সার্ভিসের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠকটি চলে।

উশাকভ বলেন, ‘দুজন চলমান ইউক্রেন যুদ্ধ এবং মস্কো ও ওয়াশিংটনের মধ্যে কৌশলগত সহযোগিতার বিকাশের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ‘

তিনি বলেন, রাশিয়ান পক্ষ সংঘাতের বিষয়ে ‘কিছু সংকেত’ দিয়েছে এবং ট্রাম্পের পক্ষ থেকে ‘প্রাসঙ্গিক সংকেত’ও পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ‘পুতিন এখন বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবহিত’।

রুশ এ কর্মকর্তা আরও বলেন, ‘‘ট্রাম্পকে এখনও এই বৈঠকের ফলাফল সম্পর্কে অবহিত করা হয়নি। অতএব, আমি এ নিয়ে আরও বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত থাকব। ’

এই বৈঠকে উশাকভের সঙ্গে আরও উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্টের সহযোগী কিরিল দিমিত্রিভ। বৈঠকের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে মস্কো সফরকে ‘সফল’ বলে বর্ণনা করার জন্য উইটকফকে ধন্যবাদ জানান। দিমিত্রিভ রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও’ও।

দিমিত্রিভ পৃথক বিবৃতিতে বলেছেন, ‘গঠনমূলক মার্কিন-রাশিয়া সংলাপ অব্যাহত রয়েছে এবং বিশ্ব নিরাপত্তা ও শান্তির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

বুধবার সকালে উইটকফ মস্কোতে পৌঁছান। চলতি বছরে রাশিয়ায় এটি তার পঞ্চম সফর। এর আগে তিনি সবশেষ ২৫ এপ্রিল পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ট্রাম্পের রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ১০ দিনের সময়সীমা দেওয়ার দুদিন আগে সর্বশেষ এই সফরটি হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ট্রাম্পকে ছাড় দেওয়ার জন্য তার বিকল্পগুলো বিবেচনা করছে, যার মধ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করা অন্তর্ভুক্ত।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন