বুধবার, ১৬ জুলাই ২০২৫

শিরোনাম

পুলিশকে পিটিয়ে হাতকড়াসহ পালাল সাবেক বিএনপি নেতা

বুধবার, জুলাই ১৬, ২০২৫

প্রিন্ট করুন

ফেনীর ফুলগাজীর আমজাদহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কবির আহম্মদ চৌধুরী নামে এক আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে কবিরের বাড়িতেই এ ঘটনা ঘটে। এ সময় ছাগলনাইয়া থানার ৩ পুলিশ সদস্য আহত হন।

আহত পুলিশ সদস্যরা হলেন—উপপরিদর্শক (এসআই) রাফিদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) দিদার ও কনস্টেবল সুমন।

পলাতক আসামি কবির আহম্মদ চৌধুরী একটি নারী নির্যাতন মামলার আসামি। তিনি আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযুক্ত কবির আহম্মদ ছাগলনাইয়া থানায় করা একটি নারী নির্যাতন মামলার আসামি। মঙ্গলবার রাতে পুলিশের একটি দল তাকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় তার স্বজনরা। পরে হাতকড়াসহ পালিয়ে যান কবির।

ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।

এদিকে ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম জানিয়েছেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কাজের জন্য আগেই কবিরের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন