শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

পূর্ণ দৈর্ঘ চলচ্চিত্র ‘নাম্বার ওয়ান পুলিশ’ এর মহরত সম্পন্ন

রবিবার, ফেব্রুয়ারী ২০, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাম্বার ওয়ান পুলিশ’ এর মহরত শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম সিটির নন্দনকানন আরএফ পুলিশ প্লাজার প্রবাসী ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ছবির কাহিনীকার জাহাঙ্গীর আলম সোহেল।

গীতিকার আবছার উদ্দিন অলির সঞ্চালনায় এতে প্রধান ছিলেন চট্টগ্রাম সাংস্কৃতিক মিডিয়া ঐক্য জোটের সভাপতি শফিক সোহাগ। বিশেষ অতিথি ছিলেন অভিনেতা এসএ রহিম, ছবির পরিচালক কিশোর রব্বানী, ফাইট ডিরেক্টর মোহাম্মদ মহসিন, চিত্র নায়িকা রিয়ানা ইসলাম রিয়ানা।

বক্তব্য দেন বিটিভির সাবেক প্রযোজক বেলাল বেগ, পরিচালক ও অভিনেতা আশরাফুল করিম, মোশারফ ভূঁইয়া পলাশ, রেজাউল কবির চৌধুরী, চিত্রগাহক ফয়েজ আহম্মদ, পরিচালক এসএম সরওয়ার, সাংস্কৃতিক সংগঠক জনি বড়ুয়া, রানা খান, এসবি খান, সাজ্জাদ হোসেন ভূঁইয়া, মাহমুদ খান, দিদারুল ইসলাম, রাজ খান, মো. জুনায়েদ হাসান, রাহুল, মো. মিজান, মো. তিতাস, পার্থ সরকার প্রমুখ।

ছবিটি প্রযোজনা করছে এসএস ফিল্মস। চিত্রনাট্য ও সংলাপ পরিচালনায় কিশোর রব্বানী, কাহিনী জাহাঙ্গীর আলম সোহেল।

চলতি মাসেই ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটি দৃশ্যায়ন শুরু হবে। কেক কেটে ছবিটির আনুষ্ঠানিক মহরত ঘোষণা করা হয়।

এ সময় বক্তারা বলেন, ‘বাংলা চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে হলে সবাইকে অবশ্যই হলে গিয়ে ছবি দেখতে হবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে।’

‘নাম্বার ওয়ান পুলিশ’ একটি পরিচ্ছন্ন ভালমানের ছবি হবে, যাতে দর্শকরা নতুন কিছু খুঁজে পাবে। এমন আশা ছবিটির পরিচালক কিশোর রব্বানী।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন