পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা মুরার পাড়ায় ভারতের প্রখ্যাত আউলিয়া হযরত ছৈয়দ আবদুল মাবুদ আল কাদেরী আল চিশতি (রহঃ) এর অন্যতম খলিফা ছৈয়দ শায়ের মুহাম্মদ শাহ আল কাদেরী আল চিশতি (রহঃ) মাজারের প্রবেশ ধারে একটি অত্যাধুনিক তোরণ নির্মাণ করা হচ্ছে। ভক্তদের সহযোগিতায় এই তোরণ নির্মাণ করা হচ্ছে। ২৫ ফুট উচ্চতার এই তোরণে ব্যয় হবে প্রায় তিন লক্ষ টাকা।
রোববার (২৩ জানুয়ারি) সকালে বলিরপাড়া স্টেশনে এই তোরণ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম শওকত, দৈনিক মানবজমিনের পেকুয়া প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীন,আনন্দ টিভির পেকুয়া প্রতিনিধি আমিরুল ইসলাম রাশেদ,পেকুয়া উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, মাওলানা ছৈয়দ মাঈন উদ্দীন খিরির আল কাদেরী,ছাত্রনেতা যুবাইর চৌধুরী, মিজানুর চৌধুরী মাখন,শায়েরী দরবার কমিটির সদস্য মুহাম্মদ রাসেলসহ প্রমুখ।
জয়নাল/আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন