চলমান ডেস্ক:
নির্ধারিত সময়ে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে না। অর্থাৎ ২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার হওয়ার কথা থাকলেও তা পেছানো হবে। পরবর্তীতে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৭ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষা ২৩ নভেম্বর শেষ হবে। সেক্ষেত্রে আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে।
এদিকে, চলতি বছরের ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সারাদেশের তিন হাজার ৬৭৯ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন