রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

পোষা বিড়াল’ খেয়ে ফেলার অভিযোগ তোলার পর সেই শহরেই যাচ্ছেন ট্রাম্প

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরে যাবেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হাইতির অভিবাসীরা স্থানীয় বাসিন্দাদের ‘পোষা বিড়ালসহ অন্যান্য পোষা প্রাণী খেয়ে ফেলছেন’ এমন গুজব রটার পর সেখানে জাতিগত উত্তেজনা দেখা দিয়েছে। গুজবটি রটানো হয়েছে ট্রাম্পের প্রচারশিবির থেকেই।

বুধবার নিউইয়র্কের লং আইল্যান্ডে এক নির্বাচনী সমাবেশে স্প্রিংফিল্ড সফরে যাওয়ার কথা জানান তিনি।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার শুরু থেকেই অভিবাসীদের বিরুদ্ধে কট্টর এবং আক্রমণাত্মক কথাবার্তা বলে যাচ্ছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে এটাকে তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন। তিনি এটা প্রমাণ করতে চাইছেন, অভিবাসন বিষয়ে কমলার মনোভাব নরম। লাখ লাখ মানুষকে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়ার দায়ও তিনি কমলার ওপর চাপাতে চাইছেন।

ট্রাম্প বলেন, আমাদের দেশে বিপুল সংখ্যায় সন্ত্রাসীরা আসছে। আমরা সেই সব হিংস্র লোকজনকে ধরে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চলেছি। যদি তারা আবারও আসে, তবে তাদের চরম মূল্য দিতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন