চট্টগ্রাম: চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সিটির ক্যাফে রঙ্গমে সংগঠনটির অভিষেক অনুষ্ঠিত হয়।
আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দীন শাহ আল নিপু। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলী প্রয়াস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডিম পুরস্কারে ভূষিত কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের প্রকাশক মাহফুজুর রহমান, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক শিশুসাহিত্যিক ও শৈলী প্রকাশনীর প্রকাশক রাশেদ রউফ, কবি ও সাংবাদিক ওমর কায়সার, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর নাজমুল হক ডিউক, আপন আলো প্রকাশনীর প্রকাশক অধ্যাপক শামসুদ্দিন শিশির, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও প্রজ্ঞালোক প্রকাশনীর প্রকাশক রেহেনা চৌধুরী, সহ-সভাপতি ও শব্দশিল্প প্রকাশনীর প্রকাশক মিজানুর রহমান শামীম।
বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘সংগঠনটির সার্বিক সহযোগিতায় গত কয়েক বছর ধরে দেশের দ্বিতীয় বৃহত্তর বইমেলা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে নব নির্বাচিত কমিটিকে কাজ করে যেতে হতে হবে।’
তিনি প্রকাশকদের উদ্দেশ্যে বলেন, ‘প্রকাশকের স্বার্থরক্ষার পাশাপাশি লেখক ও পাঠকের স্বার্থরক্ষার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।’
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক গোফরান উদ্দীন টিটু, প্রচার ও দপ্তর সম্পাদক আনিসুল ইসলাম সুজন, অর্থ সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য গাজী মোহাম্মদ জাদে, সৌরভ শাখাওয়াত, কবি-সাহিত্যিক-সাংবাদিক ও সুধী সমাজ।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন