শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

প্রকাশ হল মহসীনের নতুন গান ‘আড়াল’

রবিবার, জানুয়ারী ১৬, ২০২২

প্রিন্ট করুন

বিনোদন প্রতিবেদক: গায়ক শেখ মহসীনের আধুনিক নতুন একটি ফোক গান রিলিজ হয়েছে। ‘আড়াল’ শিরোনামের গানটির গীতিকার ও সুরকার হলেন লুৎফর হাসান। সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ বাসার পঙ্কজ। এ গান নিয়ে মিউজিক ভিডিও তৈরি করেছেন সম্রাট শাহ। জি সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হয়েছে।

এ ব্যাপারে মহসীন বলেন, ‘তাড়াহুড়া করে কিছু করতে আমি কখনো পছন্দ করি না। সময় নিয়ে কাজ করতে স্বাছন্দবোধ করি। আমার এবারের গানটি আধুনিক ফোক। গানটি শ্রোতাদের ভাল লাগবে বলে আমার বিশ্বাস।’

উল্লেখ্য, এর আগে মহসীনের ‘ময়না’ শিরোনামের একটি গানের অডিও এবং ভিডিও শ্রোতাদের মাঝে বেশ সাড়া জাগায়। এরই ধারাবাহিকতায় নিজের নতুন এ গানটি করেছেন তিনি। শেখ মহসীন দীর্ঘ দিন ধরেই সঙ্গীতাঙ্গনে নিজের স্বতন্ত্রতা বজায় রেখেছেন। সংখ্যার চেয়ে মানকে প্রধান দিয়ে গান করেন। ফলে তার গান শ্রোতাদের মধ্যে আলাদা জনপ্রিয়তা লাভ করে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন