বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

প্রক্টর পরিচয়ে চবিতে সাংবাদিককে হুমকি

মঙ্গলবার, ডিসেম্বর ৭, ২০২১

প্রিন্ট করুন
প্রক্টর পরিচয়ে চবিতে সাংবাদিককে হুমকি 1

নিজস্ব প্রতিবেদক: তথ্য চাওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও মহানগর নিউজের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইফতেখায়রুল ইসলামকে প্রক্টর পরিচয়ে দেখে নেওয়ার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন একজন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে একটি ফোন কলের মাধ্যমে অপর প্রান্ত থেকে এই হুমকি দেয়া হয়। পরে আরেক ফোন কলে সে আরবি বিভাগের (১৯-২০) শিক্ষাবর্ষের তৌহিদ ইসলাম বলে নিজেকে পরিচয় দেয়৷ 

ফোন কলে ওই ব্যক্তি বলেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে ড. রবিউল হাসান ভূঁইয়া , প্রক্টর বলছি। আপনি কি নারায়ণগঞ্জের কেরানিগঞ্জের  মোল্লাপাড়া মার্কেটে আছেন না? গতকাল আরবি বিভাগে সভাপতি আমাকে ফোন দিয়েছে আমি উনার থেকে আপনার নাস্বার নিয়েছি৷ আপনি জানতে চেয়েছে আরবি বিভাগের ওই ছেলে (তৌহিদ) পরীক্ষা  দিয়েছে কি না। 

এসময় প্রক্টর পরিচয় দেওয়া ওই ব্যাক্তিকে আবার কে জিজ্ঞেস করলে, তিনে জোর গলায় দাবি করেন ‘আমি প্রক্টর’।
পরে সে আরবি বিভাগের সভাপতিকে কেন ফোন দেওয়া হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ,  দেখে নেওয়া এবং খুঁজে বের করার হুমকি দেয়৷ 

এ বিষয়ে জানতে চাইলে হুমকির শিকার মহানগর নিউজের চবি প্রতিনিধি ইফতেখায়রুল ইসলাম বলেন, আমি গতকাল আরবি বিভাগের সভাপতিকে ফোন দিয়েছিলাম তৌহিদ পরীক্ষায় অংশগ্রহণ করেছে কি না এ বিষয়ে নিশ্চিত হতে। পরে আজ সকালে আমার ফোনে বেশ কয়েকটি কল আসে। এসময় একজন চবি প্রক্টর পরিচয়ে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।  

পরে আরেক ফোন কলে নিজেকে রাজনীতি বিজ্ঞান বিভাগের মেহেদী হাসান নামে পরিচয় দিয়ে একজন বলেন, আরবি বিভাগের তৌহিদ তার নাম্বার থেকে ফোন করেছিলো। তৌহিদ বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলে থাকেন বলেও জানান তিনি। 

এদিকে বেলা দুইটা  প্রক্টর পরিচয়ে হুমকি দেওয়া ওই নাম্বর থেকে আরেক ফোন কলে হুমকিদাতা নিজেকে আরবি বিভাগের তৌহিদ বলে পরিচয় দেয়৷ এসময়ও সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বহিষ্কার হওয়ার পরও ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলো স্বীকার করে। 

হুমকির শিকার ওই প্রতিবেদক বলেন, এমন পরিস্থিতিতে আমি জীবন শঙ্কায় রয়েছে। আমাকে তো বিশ্ববিদ্যালয়ে যেতে হবে,  ক্লাস করতে হবে। আমি চাই সঠিক তদন্তেে মাধ্যমে জড়িতের বিচার হোক। 

এ বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, এটি দুঃখজনক ঘটনা। লিখিত  অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর রাতে চবির হেলথ,রেসিডেন্স এন্ড ডিসিপ্লিনারি কমিটির সভার এক সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে চবি ছাত্রলীগের দুই পক্ষের ১২ কর্মীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করার অভিযোগে এক বছর ও বাকিদের ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন