শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

শিরোনাম

প্রতি ১’শ জন মার্কিন নাগরিকের কাছে বন্দুক আছে ১২০টি

বুধবার, মার্চ ২৯, ২০২৩

প্রিন্ট করুন

মার্কিন যুক্তরাষ্ট্র—বিশ্বকে নেতৃত্ব দেওয়া দেশগুলোর পরিসংখ্যান করলে একেবারে ওপরের দিকেই থাকবে দেশটির নাম। বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারসহ যাবতীয় কিছু নিয়ে দেশটির মাথাব্যথা থাকলেও নিজেদের বিষয়ে যেন একেবারে উদাসীন মার্কিন যুক্তরাষ্ট্র। বন্দুকের সহিংসতা প্রতিনিয়ত ভয়ে কাঁপাচ্ছে দেশটিতে বসবাসকারীদের। এবার যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের দৌরাত্ম্য আবার সামনে আনল টেনেসির স্কুলে গুলিতে ৭ জনের মৃত্যু।

এদেশে যত না মানুষ তারও অধিক বন্দুক। আর এই বন্দুক প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। বাদ যাচ্ছে না শিক্ষার্থী ও শিশুরাও। ব্যক্তিগত বিরোধ, প্রেম, বিরহ, তর্কাতর্কি এসব হচ্ছে আস্ত একটা মানুষকে গুলি করে মেরে ফেলার পেছনে এখানকার মানুষের কারণ। আর এই ‘মেরে ফেলাকে’ যেন সহজ করে দিয়েছে বন্দুকের সহজলভ্যতা।

সোমবার (২৭ মার্চ) টেনেসি রাজ্যের ন্যাশভিল শহরে বন্দুক হামলার পর সিএনএন এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্রের আদ্যোপান্ত তুলে ধরেছে। তাতে বলা হয়েছে, উন্নত দেশগুলোর মধ্যে বন্দুকের সহিংসতার পরিসংখ্যানে সবচেয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা স্মল আর্মস সার্ভের (এসএএস) হিসাবে, যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জন নাগরিকের বিপরীতে ১২০টি করে আগ্নেয়াস্ত্রের মালিকানা রয়েছে। বিশ্বে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যেখানে জনসংখ্যার চেয়ে আগ্নেয়াস্ত্র বা বন্দুকের সংখ্যা বেশি।

পরিসংখ্যানে এর পরের অবস্থানে থাকা অঞ্চলটি হচ্ছে ফকল্যান্ড আইল্যান্ড, যেখানে প্রতি ১০০ জনের বিপরীতে আগ্নেয়াস্ত্রের সংখ্যা ৬২ দশমিক ১০। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক। তৃতীয় অবস্থানে থাকা দেশটি হল ইয়েমেন। যুদ্ধকবলিত দেশটিতে প্রতি ১০০ জনের বিপরীতে ৫৩টি আগ্নেয়াস্ত্র থাকার তথ্য দিচ্ছে এসএএস।

এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে যুক্তরাষ্ট্রে কেন সবচেয়ে বেশি ‘গান ভায়োলেন্স’, বলা হয়েছে সিএনএনের প্রতিবেদনে।

অবৈধ অস্ত্র, চোরাচালান ও অনিবন্ধিত অস্ত্রের হিসাব না পাওয়ায় এবং যুদ্ধকবলিত এলাকার হিসাব নিরূপণ অসাধ্য হওয়ায় সাধারণ নাগরিকদের কাছে ঠিক কত সংখ্যক আগ্নেয়াস্ত্র বা বন্দুক রয়েছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া সম্ভব না হলেও এসএএসের গবেষকদের হিসাবে বিশ্বজুড়ে ৮৫ কোটি ৭০ লাখ বেসামরিক আগ্নেয়াস্ত্র বা বন্দুক রয়েছে। এরমধ্যে ৩৯ কোটি ৩০ লাখ বা ৪৪ শতাংশের মালিকানা যুক্তরাষ্ট্রের নাগরিকদের হাতে।

২০২০ সালের একটি গ্যালাপ-জরিপের বরাতে সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রে যারা পরিবার নিয়ে থাকেন তাদের ৪৪ শতাংশ প্রাপ্তবয়স্ক ঘরে অন্তত একটি বন্দুক রাখেন এবং তাদের এক-তৃতীয়াংশের নিজস্ব মালিকানায় বন্দুক বা আগ্নেয়াস্ত্র আছে।

ইউনিভার্সিটি অব টেক্সাস-অস্টিনের সহযোগী অধ্যাপক জাচ্যারি এলকিনস বলেন, বিশ্বে মাত্র তিনটি দেশে সাংবিধানিকভাবে আগ্নেয়াস্ত্র রাখার বৈধতা রয়েছে- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও গুয়েতেমালা। এরমধ্যে অন্য দুই দেশে ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের মালিকানা যুক্তরাষ্ট্রের তুলনায় এক-দশমাংশ।

তিনি বলেন, ওই দুই দেশে আগ্নেয়াস্ত্র বহনের বিতর্কটি যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম রাজনৈতিক আলোচনার বিষয়। ওই দেশগুলোতে সংবিধানে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের কথা বলা আছে, যা রাজনৈতিক নেতৃত্বকে সুবিধা করে দিয়েছে।

উদাহরণ হিসেবে মেক্সিকোর কথা বলেন এলকিনস, সেখানে পুরো দেশে মাত্র একটা দোকান আগ্নেয়াস্ত্র বিক্রি করতে পারে, যা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন