শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

প্রত্যাশা ও শংকার নতুন বছর

রবিবার, জানুয়ারী ১, ২০২৩

প্রিন্ট করুন

সম্পাদকীয়: সময়ের পালাবদলে মহকালের অতলে বিলীন হয়েছে আরও একটি বছর। প্রকৃতির অমোঘ নিয়মে শুরু হয়েছে সম্ভাবনার নতুন একটি বছর। নতুন এই বছর ঘিরে মানুষের প্রত্যাশার শেষ নেই। বিগত বছরের সকল অপ্রাপ্তি নতুন বছরে প্রত্যাশায় রুপ নিয়েছে। তবে নতুন বছরে মানুষের প্রত্যাশার যেমন শেষ নেই, তেমনি শংকারও অন্ত নেই। বাংলাদেশ প্রেক্ষাপটে এই শংকা যেন আরও কয়েকগুণ বেশি।

নতুন বছর সবার মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়াই সবার প্রত্যাশা। তবে দেশের অর্থনৈতিক সংকট ও কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভের অপ্রতুলতা শংকা দেখা দেখা দিয়েছে। বিদায়ী বছরে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কূলকিনারা না হওয়ায় এই শংকাকে যেন আরও কয়েকগুণ উসকে দিলো। নতুন বছরের শুরুতেই এই যুদ্ধের লাগাম টেনে ধরতে না পারলে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা আরও ভঙ্গুর হয়ে পড়বে। দুর্ভিক্ষ দেখা দিতে পারে নিন্ম ও মধ্য আয়ের দেশসমূহে।

বিদায়ী বছরে ব্যাংকিং সেক্টরে নানা অনিয়ম পরিলক্ষিত হয়েছে। ব্যাংকে টাকা রাখা নিয়ে মানুষ ভুগছে আস্থার সংকটে। আর ব্যাংক ভুগছে তারল্য সংকটে। নতুন বছরে ব্যাংকের প্রতি আস্থা ফেরানোটা অন্যতম একটি বড় চ্যালেঞ্জ।

বিদায়ী বছরে রেকর্ড পরিমাণ উন্নয়ন কাজ হয়েছে আমাদের দেশে। পদ্মাসেতুর মতো মেগা প্রকল্পের একটি কাজ সম্পন্ন হয়েছে সুচারুরূপে। সাগরের তলদেশ দিয়ে নির্মিত হয়েছে টানেল। উড়ালসেতুর ওপর ভর করে চলছে মেট্রোরেলও। নানা শংকার মাঝেও এইসব কাজ আমাদেরকে নতুন করে আশা জাগাচ্ছে।

নতুন বছরে একটি সংঘাত, হানাহানি ও শংকামুক্ত বিশ্বের প্রত্যাশা আমাদের সকলের। বছরের প্রতিটাদিন অনাবিল সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আমাদের জীবন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন