বুধবার, ১২ নভেম্বর ২০২৫

শিরোনাম

প্রত্যেক নাগরিককে ২ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা ট্রাম্পের

সোমবার, নভেম্বর ১০, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চলমান সরকারি অচলাবস্থার মধ্যেই আমেরিকানদের জন্য বড় চমক দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন— যুক্তরাষ্ট্রের প্রত্যেক নাগরিককে দেওয়া হবে অন্তত ২ হাজার ডলার করে লভ্যাংশ।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “প্রত্যেককে অন্তত ২ হাজার ডলার লভ্যাংশ দেওয়া হবে (উচ্চ আয়ের মানুষ বাদে)।”

ট্রাম্প জানিয়েছেন, এই অর্থ আসবে দেশের ট্যারিফ রাজস্ব থেকে। তবে প্রস্তাব বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে।

টিআরটি ওয়ার্ল্ড জানায়, এই ঘোষণা এমন এক সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রে দীর্ঘ সরকারি শাটডাউনের কারণে খাদ্য সহায়তা ও সরকারি সেবা ব্যাহত হচ্ছে। পাশাপাশি ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে সুপ্রিম কোর্টে চলছে সাংবিধানিক বিতর্ক।

অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “এই লভ্যাংশ বিভিন্ন উপায়ে দেওয়া হতে পারে। কর ছাড়ও অন্তর্ভুক্ত থাকতে পারে—যেমন বখশিশ বা ওভারটাইম আয়ের ওপর কর না নেওয়া।”

শুল্কনীতি নিয়ে সমালোচনার জবাবে ট্রাম্প বলেন, “যারা ট্যারিফের বিরোধিতা করে, তারা বোকা! আজ আমেরিকা বিশ্বের সবচেয়ে ধনী ও মর্যাদাপূর্ণ দেশ। মুদ্রাস্ফীতি নেই বললেই চলে, আর শেয়ারবাজার রেকর্ড উচ্চতায়।”

তিনি দাবি করেন, ট্যারিফ থেকে অর্জিত ‘ট্রিলিয়ন ডলার’ রাজস্ব দিয়েই শিগগিরই দেশের ৩৭ ট্রিলিয়ন ডলারের ঋণ পরিশোধ শুরু করা সম্ভব হবে।

বর্তমানে টানা ৪০ দিন ধরে যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা চলছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন হিসেবে রেকর্ড গড়েছে। এমন প্রেক্ষাপটে নাগরিকদের সরাসরি অর্থ দেওয়ার ট্রাম্পের এই উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ছড়িয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন