শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

প্রথম একক কনসার্টে গাইলেন উদীয়মান কণ্ঠ শিল্পী ঋত্বিকা ব্যানার্জী

সোমবার, জুলাই ১২, ২০২১

প্রিন্ট করুন
chalaman newyork 2 1

নিউ ইয়র্ক: উত্তর আমেরিকার নিউ ইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেসে স্থানীয় সময় রোববার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল কণ্ঠ শিল্পী ঋত্বিকা ব্যানার্জীর একক কনসার্ট। এটি ছিল উদীয়মান এ কণ্ঠ শিল্পীর প্রথম একক কনসার্ট। এতে বিভিন্ন রকমের বাংলা ও হিন্দি গান গেয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন তিনি।

পিজি প্রডাকশন হাউজ এ কনসার্টের আয়োজন করে। আর কনসার্টের স্পন্সর করেছে পিজি কেয়ার প্রো এবং পাওয়ার বাই মাটি ব্যান্ড। কনসার্টটি সবার জন্য প্রবেশ ফ্রি ছিল।

‘এক বার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয়’ দেশাত্ববোধক এ গানটি গেয়ে কনসার্টে্র সূচনা করেন ঋত্বিকা ব্যানার্জী। এর পর একে একে রবীন্দ্র সঙ্গীত ও  নজরুল সঙ্গীতসহ প্রায় ২৫টি বাংলা ও হিন্দী গান গেয়ে মঞ্চ মাতান ক্লাসিক ঘরানার এ কণ্ঠ শিল্পী।

এ সময় উপস্থিত ছিলেন কণ্ঠ শিল্পী বেবী নাজনীন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ শিল্পী রতীন্দ্র নাথ, শিল্পী শহীদ হাসান।

কনসার্টের এক পর্যায়ে মঞ্চে কথামালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এসেম্বলী মেম্বার (ডিস্ট্রিক্ট ৩৮) জেনিফার রাজকুমার। আবির আলমগীরের সঞ্চালনায় এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও ব্যবসায়ী রাহাত মুক্তাদির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন চৌধুরী, আহসান হাবীব, চলচ্চিত্র অভিনেতা আহমদ শরীফ, পিজি প্রডাকশন হাউজ ও পিজি কেয়ার প্রো’র স্বত্বাধীকারী পার্থ গুপ্ত।

চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া ছেলে পার্থ গুপ্ত বলেন, ‘এ ধরনের কনসার্ট আমি নিয়মিত আয়োজন করে থাকি। আমার প্রতিষ্ঠান পিজি প্রডাকশন হাউজ ও পিজি কেয়ার প্রো’ শিল্প ও সংস্কৃতির বিকাশে কাজ করে।’

উল্লেখ্য, ১৭ বছর বয়সী উদীয়মান কণ্ঠ শিল্পী ঋত্বিকা ব্যানাজীর জন্ম উত্তর আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। বাবা রাকেশ ব্যানার্জী একজন ভারতীয়। মা উর্মিলা রাই বাংলাদেশের গোপালগঞ্জের হলেও তিনি এখন আমেরিকা প্রবাসী।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন