সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি পাচ্ছে আমেরিকা!

শুক্রবার, জানুয়ারী ২৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: প্রথম বারের মত আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে একজন আফ্রিকান-আমেরিকান নারী মনোনয়ন পেতে যাচ্ছেন। প্রেসিডেন্ট জো বাইডেন শিগগির সুপ্রিম কোর্টের বিচারপতির আসনের জন্য একজন কৃষ্ণাঙ্গ নারীকে মনোনীত করার মাধ্যমে আফ্রিকান-আমেরিকানদের প্রতি দেয়া অঙ্গীকার পূর্ণ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

এ দিকে, বাইডেন এক টুইটে বলেছেন, ‘সুপ্রিম কোর্টের লিবারেল পন্থী বিচারপতি স্টিফেন ব্রেয়ারের স্থলাভিষিক্ত হওয়ার জন্য আমি যাকে মনোনীত করব, তিনি হবেন চরিত্র, অভিজ্ঞতা ও সততার দিক থেকে অসাধারণ যোগ্যতার অধিকারী। তিনি হবেন আমেরিকার সুপ্রিম কোর্টে মনোনীত প্রথম কৃষ্ণাঙ্গ নারী।’

সিনেটে বাইডেনের মনোনীত প্রার্থী যদি অনুমোদন পায়, তবে আফ্রিকান-আমেরিকান নারী বিচারপতি হিসেবে স্টিফেন ব্রেয়ারেরে স্থলাভিষিক্ত হবেন।

সুপ্রিম কোর্ট মার্কিনিদের জীবনে বেশ বড় প্রভাব রাখে। কিছু জরুরি আইনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ই শেষ কথা হয়ে উঠে। বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারক প্যানেলে রক্ষণশীল বিচারক রয়েছেন ছয়জন আর উদারপন্থী বিচারক আছেন তিনজন।

আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারক প্যানেলে নয়জন ‘জাস্টিস’ রয়েছেন। তারা সবাই প্রেসিডেন্টের দ্বারা মনোনীত হয়ে ও সিনেটে অনুমোদন পেয়ে আজীবন মেয়াদে জাস্টিস হিসেবে নিযুক্ত হয়েছেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন