শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

প্রথম দিন মেট্রোরেলে চড়লেন ৩ হাজার ৮৫৭ যাত্রী

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রথম দিনেই মেট্রোরেলে যাতায়াত করেছেন ৩ হাজার ৮৫৭ জন যাত্রী।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। এই সময়ের মধ্যেই উল্লেখিত যাত্রীরা ভ্রমণ করেন। তবে টিকেট মেশিনে যান্ত্রিক ত্রুটি ও পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২ টার পর মেট্রোরেল আর চলাচল করেনি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত ৩ হাজার ৮৫৭ জন সাধারণ যাত্রী ভ্রমণ করেছেন।

তিনি আরও বলেন, সকাল আটটায় ট্রেন চলার কথা থাকলেও ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। এই যাত্রীদের কেউ ছিলেন অফিসগামী, কেউবা এসেছিলেন পরিবারসহ। আবার অনেকেরই লক্ষ্য ছিল শুধু মেট্রোরেলে ঘোরা।

এদিকে স্টেশনে যাত্রীদের ঢোকাতে কর্তৃপক্ষ ধীরগতিতে কাজ করছে বলে অভিযোগ যাত্রীদের। তবে কর্তৃপক্ষ বলছিল শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের পুরো ব্যবস্থার সঙ্গে অভ্যস্থ করাতে কিছুটা ধীরে কাজ করা হয়েছে।

মেট্রোরেলে ভ্রমণ করে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। অনেকে মেট্রোরেলে উঠেই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মৃতিময় করে রাখতে সেলফি তুলতে শুরু করেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন