শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

শিরোনাম

প্রধান উপদেষ্টার ভাষণ ঘিরে নিউইয়র্কে উত্তেজনা

শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে কেন্দ্র করে নিউইয়র্কের রাস্তাগুলো উত্তপ্ত হয়ে উঠেছে। ভাষণ উপলক্ষে জাতিসংঘ সদর দফতরের আশপাশে বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পৃথকভাবে অবস্থান নেন।

ম্যানহাটন ও জ্যাকসন হাইটস এলাকায় প্রতিটি দলই নিজেদের সমর্থনে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অবস্থান নেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নিউইয়র্ক স্টেট বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলে স্থানীয় নেতারা অংশ নেন। সেখানে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং আওয়ামী লীগের পর্যবেক্ষণ নিয়ে সতর্কবার্তা দেন।

অন্যদিকে বিকেলে প্রধান উপদেষ্টার হোটেলের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বিক্ষোভ ও সমর্থনের অঙ্গীকার করেন। জাতিসংঘের গ্যালারিতে ড. ইউনূসের ভাষণ শুনতে বিএনপি, জামায়াত ও এনসিপির কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। জাতীয় পর্যায় থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের নেতাকর্মীরাও নিউইয়র্কে এসে অংশগ্রহণ করছেন—বিএনপি সূত্রের তথ্য অনুযায়ী হাজারখানেক নেতাকর্মী স্বাগত সমাবেশে যাবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন