ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রাক্তন নৌ-পরিবহন মন্ত্রী
শাজাহান খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর-২ আসনের সাংসদ ছিলেন শাজাহান খান। তিনি প্রথম বার ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। একই আসন থেকে পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন