নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: প্রাক্তন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিবাদ সভা করেছেন সুনামগঞ্জবাসী। গেল সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সিটির ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে এ সভার আয়োজন করা হয়।
যুবলীগের নেতা মনির উদ্দিনের সভাপতিত্বে ও কমিউনিটি এক্টিভিস্ট শাহিন কামালীর পরিচালনায় সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কমিউনিটির নেতা ইকবাল আহমেদ মাহবুব, আফতাব আলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম বাদশা, আবদুল হাসিব মামুন, শাহীন আজমল, সাখাওয়াত আলী, সোহান আহমেদ টুটুল, কমিউনিটি এক্টিভিস্ট আমিনুল হক চুন্নু, সাইদুর রহমান লিংকন, আব্দুস শহীদ, যুবলীগের নেতা জামাল হুসেন, জামাল আহমেদ, রেজা আব্দুল্লাহ স্বপন, ইমরান আলী টিপু, মো. নূর উদ্দিন মজুমদার, লায়েক আহমেদ।
কুরআন থেকে তেলাওয়াত করেন লোকমান মিয়া।
সভায় আওয়ামী লীগসহ এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, ‘প্রাক্তন পরিকল্পনামন্ত্রী বরেণ্য রাজনীতিক এমএ মান্নান সুনামগঞ্জের উন্নয়ের রূপকার। এ প্রবীণ রাজনীতিকের গ্রেফতারের সংবাদে সুনামগঞ্জবাসী উদ্বিগ্ন।’
বক্তারা এমএ মান্নানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ তার নি:শর্ত মুক্তি দাবি করেন।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন